Ticker

6/recent/ticker-posts

Kobita (bangla)

   


  

 ***কুরবানী***
                হোসাইন মাহমুদ(সাগর)

নৈকট্য লাভে আল্লাহ তা'য়ালা,
      করিলেন এক বিধান।
ভালোবাসার প্রীয় জিনিস,
   পদতলে তাহার,করিতে কুরবান।

বাস্তবায়নে ঈব্রাহীম (আঃ),
   দেখিতেছিলেন স্বপ্নে।
করিতেছিলেন কুরবানি যাহাকে,
      রেখেছিলেন যত্নে।

স্বপ্নের কথা শুনে বাবাকে বলেন,
            পুত্র ঈসমাঈল।
আল্লাহর হুকুম পালনে তাদের কাতারে দাড়াবো,
                  যারা ধৈর্যশীল।

কুরবানি করিতে ঈব্রাহীম যখন,
      ছুড়ি ধরিলো গলায়।
ঈসমাঈল কুরবান না হয়ে,
   দুম্বা চলে আসে তার জায়গায়।

আল্লাহ তা'য়ালা সন্তুষ্ট হন,
     দেখে ঈব্রাহীমের কারবার।
বলেন তিনি,সফল হয়েছো তুমি,
      ধণ্য তোমার ত্যাগ স্বীকার।

আল্লাহর রাহে ঈসমাঈল,
        করে আত্মদান।
খুশি হয়ে আল্লাহ তা'য়ালা,
   চালু করেন কুরবানির বিধান।

ঈব্রাহীমের এই ঘটনা,
     আমাদেরকে শিখায়।
ধাম্ভীক হয়োনা,ঈসমাঈল কুরবান হলে,
        মোদের হতো কি উপায়।

পশু কুরবানির দ্বারা,
        উদ্দেশ্য হলো এটাই।
মানব অন্তরের পশুর সভাবকে,
        করিতে হবে জবাই।

কুরবানি হবে শুধু আল্লাহর জন্যই,
     জেনে রেখো ভাই।
তানাহলে লক্ষ লক্ষ কুরবানিতেও,
          কোন লাভ নাই।

                      ______সমাপ্ত______



Post a Comment

0 Comments